Author Archives: ইসলামী সাইট

কাপড় পরিধানের দো‘আ

কাপড় পরিধানের দো‘আ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا (الثَّوْبَ) وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য; যিনি আমাকে এ (কাপড়)টি পরিধান করিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন আল্‌হামদু লিল্লা-হিল্লাযী কাসানী হা-যা (আসসাওবা) … Continue reading

Posted in 01. নিত্য‌দিন, কাপড় পরিধানের দো'আ | Tagged | Leave a comment

নতুন কাপড় পরিধানের দো‘আ

নতুন কাপড় পরিধানের দো‘আ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ হে আল্লাহ্! আপনারই জন্য সকল হাম্‌দ-প্রশংসা। আপনিই এটি আমাকে পরিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও … Continue reading

Posted in 01. নিত্য‌দিন, নতুন কাপড় পরিধানের দো'আ | Tagged | Leave a comment

অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে তার জন্য দো‘আ

দোআ: [১] অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে তার জন্য দো‘আ تُبْلِي وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى তুমি পুরাতন করে ফেলবে, আর মহান আল্লাহ এর স্থলাভিষিক্ত করবেন তুবলী ওয়া ইয়ুখলিফুল্লা-হু তা‘আলা সুনান আবি দাউদ ৪/৪১, হাদীস নং ৪০২০; দেখুন, সহীহ আবি দাউদ … Continue reading

Posted in 01. নিত্য‌দিন, অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে তার জন্য দো‘আ | Tagged | Leave a comment

কাপড় খুলে রাখার সময় কী বলবে

কাপড় খুলে রাখার সময় কী বলবে بِسْمِ اللَّهِ আল্লাহ্‌র নামে (খুলে রাখলাম) বিসমিল্লাহ তিরমিযী ২/৫০৫, নং ৬০৬, ও অন্যান্য। আরও দেখুন, ইরওয়াউল গালীল, নং ৫০; সহীহুল জামে‘ ৩/২০৩।

Posted in 01. নিত্য‌দিন, কাপড় খুলে রাখার সময় কী বলবে | Tagged | Leave a comment

পায়খানায় প্রবেশের দো‘আ

পায়খানায় প্রবেশের দো‘আ بِسْمِ اللَّهِ আল্লাহ্‌র নামে। বিসমিল্লাহি اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র নর জিন্ ও নারী জিন্ থেকে আশ্রয় চাই আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল খুব্‌সি ওয়াল খাবা-ইসি বুখারী ১/৪৫, নং … Continue reading

Posted in 01. নিত্য‌দিন, পায়খানায় প্রবেশের দো'আ | Tagged | Leave a comment

পায়খানা থেকে বের হওয়ার দো‘আ

পায়খানা থেকে বের হওয়ার দো‘আ غُفْرَانَكَ আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। গুফরা-নাকা হাদীসটি নাসাঈ ব্যতীত সকল সুনান গ্রন্থকারই উদ্ধৃত করেছেন; তবে নাসাঈ তার ‘আমালুল ইয়াওমি ওয়াললাইলাহ’ গ্রন্থে (নং ৭৯) তা উদ্ধৃত করেছেন। আবূ দাউদ, নং ৩০; তিরমিযী, নং ৭; ইবন মাজাহ্‌, … Continue reading

Posted in 01. নিত্য‌দিন, পায়খানা থেকে বের হওয়ার দো‘আ | Tagged | Leave a comment

বাড়ি থেকে বের হওয়ার সময়ের যিক্‌র

দোআ: [১০.১] বাড়ি থেকে বের হওয়ার সময়ের যিক্‌র بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلاَّ بِاللَّهِ আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ … Continue reading

Posted in 01. নিত্য‌দিন, বাড়ি থেকে বের হওয়ার সময়ের যিক্‌র | Tagged | Leave a comment

ঘরে প্রবেশের সময় যিক্‌র

ঘরে প্রবেশের সময় যিক্‌র بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا আল্লাহ্‌র নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্‌র নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহ্‌র উপরই আমরা ভরসা করলাম বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়াবিস্‌মিল্লাহি খারাজনা, ওয়া ‘আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা … Continue reading

Posted in 01. নিত্য‌দিন, ঘরে প্রবেশের সময় যিক্‌র | Tagged | Leave a comment

ঋণ মুক্তির জন্য দো‘আ

দোআ: [১] ঋণ মুক্তির জন্য দো‘আ اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী … Continue reading

Posted in 01. নিত্য‌দিন, ঋণ মুক্তির জন্য দো‘আ | Tagged | Leave a comment

বায়ূ প্রবাহিত হলে পড়ার দো‘আ

দোআ: [১] বায়ূ প্রবাহিত হলে পড়ার দো‘আ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا হে আল্লাহ! আমি আপনার নিকট এর কল্যাণ চাই। আর আমি আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই। আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া আ‘ঊযু বিকা মিন … Continue reading

Posted in 01. নিত্য‌দিন, বায়ূ প্রবাহিত হলে পড়ার দো‘আ | Tagged | Leave a comment

মেঘের গর্জন শুনলে পড়ার দো‘আ

মেঘের গর্জন শুনলে পড়ার দো‘আ سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلاَئِكَةُ مِنْ خِيفَتِهِ পবিত্র-মহান সেই সত্তা, রা‘দ ফেরেশ্তা যাঁর মহিমা ও পবিত্রতা ঘোষণা করে প্রশংসার সাথে, আর ফেরেশ্তাগণও তা-ই করে যাঁর ভয়ে। সুবহা-নাল্লাযী ইউসাব্বিহুর –রা‘দু বিহামদিহি ওয়াল-মালা-ইকাতু মিন খী-ফাতিহি মুওয়াত্তা … Continue reading

Posted in 01. নিত্য‌দিন, মেঘের গর্জন শুনলে পড়ার দো‘আ | Tagged | Leave a comment

বৃষ্টি চাওয়ার কিছু দো‘আ

দোআ: [১] বৃষ্টি চাওয়ার কিছু দো‘আ আবদুল্লাহ ইবনু যুবাইর রাদিয়াল্লাহু আনহুমা মেঘের গর্জন শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং এই দো‘আ পড়তেন. اللَّهُمَّ اسْقِنَا غَيْثاً مُغِيثاً مَرِيئاً مَرِيعاً، نَافِعاً غَيْرَ ضَارٍّ، عَاجِلاً غَيْرَ آجِلٍ হে আল্লাহ! আমাদেরকে এমন বৃষ্টির … Continue reading

Posted in 01. নিত্য‌দিন, বৃষ্টি চাওয়ার কিছু দো‘আ | Tagged | Leave a comment