Category Archives: 05. কুরআন

সূরা আল-ফাতিহা

সূরা আল-ফাতিহা – ১:১-৭ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। আলহামদু লিল্লাহি রাব্বিল আ’-লামি-ন। الرَّحْمَنِ الرَّحِيمِ দয়াময়, পরম দয়ালু, আররাহমা-নির রাহি-ম مَالِكِ … Continue reading

Posted in 05. কুরআন, সূরা আল-ফাতিহা | Tagged | Leave a comment

জাহিলিয়াত থেকে মুক্তি

জাহিলিয়াত থেকে মুক্তি [২:৬৭] أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি আ‘ঊযুবিল্লা-হি আন্ আকূনা মিনাল্ জ্বা-হিলীন্ সূরা আল বাকারাহ – ২:৬৭

Posted in 05. কুরআন, জাহিলিয়াত থেকে মুক্তি | Tagged | Leave a comment

সূরা আল বাকারাহ

সূরা আল বাকারাহ – ২:১২৬ رَبِّ ٱجْعَلْ هَٰذَا بَلَدًا ءَامِنًا وَٱرْزُقْ أَهْلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنْ ءَامَنَ مِنْهُم بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۖ হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফল-মুলের রিযিক দিন যারা আল্লাহ ও শেষ দিনের … Continue reading

Posted in 05. কুরআন, সূরা আল বাকারাহ | Tagged | Leave a comment

আমল কবুলের করতে চাওয়া

আমল কবুলের করতে চাওয়া [২:১২৭-১২৮] رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবূল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী রব্বানা-তাক্বাব্বাল্ মিন্ ; ইন্নাকা আনতাস্ সামী‘উল্ ‘আলীম্। رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ … Continue reading

Posted in 05. কুরআন, আমল কবুলের করতে চাওয়া | Tagged | Leave a comment

দুনিয়া ও আখিরাতের কল্যান চাওয়া

দুনিয়া ও আখিরাতের কল্যান চাওয়া [২:২০১] رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। রব্বানায় আ-তিনা-ফিদ্ দুন্ইয়া-হাসানাতাওঁ অফিল্ আ-খিরাতি … Continue reading

Posted in 05. কুরআন, দুনিয়া ও আখিরাতের কল্যান চাওয়া | Tagged | Leave a comment

ধৈর্য, একনিষ্ঠতা এবং বিজয় প্রার্থনা

ধৈর্য, একনিষ্ঠতা এবং বিজয় প্রার্থনা [২:২৫০] رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন। রব্বানায় আফ্রিগ্ ‘আলাইনা-ছোয়াব্রাওঁ অছাব্বিত্ আক্ব … Continue reading

Posted in 05. কুরআন, ধৈর্য একনিষ্ঠতা এবং বিজয় প্রার্থনা | Tagged | Leave a comment

সূরা আল বাকারাহ

দোআ:  সূরা আল বাকারাহ – ২:২৮৫ سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব! আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল। সামি’না- অআত্বোয়া’না- গুফ্রা-নাকা রব্বানা- অইলাইকাল্ মার্ছীর সূরা আল বাকারাহ – ২:২৮৫ … Continue reading

Posted in 05. কুরআন, সূরা আল বাকারাহ | Tagged | Leave a comment

হেদায়াতের পর অন্তরের বক্রতা হতে মুক্তি চাওয়া

হেদায়াতের পর অন্তরের বক্রতা হতে মুক্তি চাওয়া رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত … Continue reading

Posted in 05. কুরআন, হেদায়াতের পর অন্তরের বক্রতা হতে মুক্তি চাওয়া | Tagged | Leave a comment

ক্ষমা এবং জাহান্নাম হতে মুক্তি চাওয়া

ক্ষমা এবং জাহান্নাম হতে মুক্তি চাওয়া رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম। অতএব, আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। রব্বানায় ইন্নানায় আ-মান্না-ফার্গ্ফিলানা- যুনূবানা- অক্বিনা- ‘আযা-বান্ … Continue reading

Posted in 05. কুরআন, ক্ষমা এবং জাহান্নাম হতে মুক্তি চাওয়া | Tagged | Leave a comment

সুসন্তান লাভের জন্য দোআ

সুসন্তান লাভের জন্য দোআ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। রব্বি হাব্লী মিল্লাদুন্কা র্যুরিয়্যাতান্ ত্বোয়াইয়িবাতান্, ইন্নাকা সামী ‘উদ্ দু‘আ – … Continue reading

Posted in 05. কুরআন, সুসন্তান লাভের জন্য দোআ | Tagged | Leave a comment

সূরা আলে ইমরান

সূরা আলে ইমরান – ৩:৫৩ رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَِ হে আমাদের রব, আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন। রব্বানায় আ-মান্না-বিমায় আন্যাল্তা অত্তাবা’র্না … Continue reading

Posted in 05. কুরআন, সূরা আলে ইমরান | Tagged | Leave a comment

ক্ষমা, একনিষ্ঠতা এবং বিজয় প্রার্থনা

ক্ষমা, একনিষ্ঠতা এবং বিজয় প্রার্থনা [৩:১৪৭] ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَِ হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে, আর কাফির কওমের … Continue reading

Posted in 05. কুরআন, ক্ষমা একনিষ্ঠতা এবং বিজয় প্রার্থনা | Tagged , | Leave a comment