Category Archives: 06. সালাত

ওযুর পূর্বে যিক্‌র

ওযুর পূর্বে যিক্‌র بِسْمِ اللَّهِ আল্লাহ্‌র নামে বিস্‌মিল্লাহ্ আবূ দাউদ, নং ১০১; ইবন মাজাহ্‌, নং ৩৯৭; আহমাদ নং ৯৪১৮। আরও দেখুন, ইরওয়াউল গালীল ১/১২২।

Posted in 06. সালাত, ওযুর পূর্বে যিক্‌র | Tagged | Leave a comment

ওযু শেষ করার পর যিক্‌র

 [১] ওযু শেষ করার পর যিক্‌র أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি … Continue reading

Posted in 06. সালাত, ওযু শেষ করার পর যিক্‌র | Tagged | Leave a comment

মসজিদে যাওয়ার সময়ে পড়ার দো‘আ

মসজিদে যাওয়ার সময়ে পড়ার দো‘আ اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُوراً، وَفِي لِسَانِي نُوراً، وَفِي سَمْعِي نُوراً، وَفِي بَصَرِي نُوراً، وَمِنْ فَوْقِي نُوراً، وَمِنْ تَحْتِي نُوراً، وَعَنْ يَمِينِي نُوراً، وَعَنْ شِمَالِي نُوراً، وَمِنْ أَمَامِي نُوراً، وَمِنْ خَلْفِي نُوراً، وَاجْعَلْ فِي نَفْسِي … Continue reading

Posted in 06. সালাত, মসজিদে যাওয়ার সময়ে পড়ার দো‘আ | Tagged | Leave a comment

মসজিদে প্রবেশের দো‘আ

মসজিদে প্রবেশের দো‘আ আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, “সুন্নাত হচ্ছে, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, তখন তোমার ডান পা দিয়ে ঢুকবে, আর যখন বের হবে, তখন বাম পা দিয়ে বের হবে” [১] তাই ডান পা দিয়ে ঢুকবে এবং বলবে, … Continue reading

Posted in 06. সালাত, মসজিদে প্রবেশের দো‘আ | Tagged | Leave a comment

মসজিদ থেকে বের হওয়ার দো‘আ

মসজিদ থেকে বের হওয়ার দো‘আ বাম পা দিয়ে শুরু করবে [১] এবং বলবে, بِسْمِ اللَّهِ وَالصّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِك، اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। আল্লাহ্‌র রাসুলের উপর শান্তি বর্ষিত হোক। … Continue reading

Posted in 06. সালাত, মসজিদ থেকে বের হওয়ার দো‘আ | Tagged | Leave a comment

আযানের যিক্‌রসমূহ

আযানের যিক্‌রসমূহ: মুয়াযযিন যা বলে শ্রোতাও তা বলবে, তবে حَيَّ عَلَى الصَّلاَةِ وَحَيَّ عَلَى الْفَلَاحِ নামাযের দিকে আসো, কল্যানের দিকে আসো হাইয়্যা ‘আলাস্‌সালাহ, হাইয়্যা ‘আলাল ফালাহ’ …এর সময় বলবে, لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ … Continue reading

Posted in 06. সালাত, আযানের যিক্‌রসমূহ | Tagged | Leave a comment

সালাতের শুরুতে দো‘আ

[১] সালাতের শুরুতে দো‘আ اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْني مِنْ خَطَايَايَ، بِالثَّلْجِ وَالْماءِ وَالْبَرَدِ হে আল্লাহ! আপনি আমার এবং আমার গুনাহসমূহের মধ্যে এমন … Continue reading

Posted in 06. সালাত, সালাতের শুরুতে দো‘আ | Tagged | Leave a comment

রুকূ‘র দো‘আ

[১] রুকূ‘র দো‘আ তিনবার বলবে, سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ আমার মহান রব্বের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সুবহা-না রব্বিয়াল ‘আযীম সুনানের গ্রন্থাকারগণ ও আহমাদ হাদীসটি উদ্ধৃত করেছেন। আবূ দাউদ, নং ৮৭০; তিরমিযী, নং ২৬২; নাসাঈ, নং ১০০৭; ইবন মাজাহ্‌, নং ৮৯৭; … Continue reading

Posted in 06. সালাত, রুকূ‘র দো‘আ | Tagged | Leave a comment

রুকু থেকে উঠার দো‘আ

[১] রুকু থেকে উঠার দো‘আ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ যে আল্লাহর হামদ-প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শোনেন (কবুল করুন) সামি‘আল্লা-হু লিমান হামিদাহ বুখারী, (ফাতহুল বারীসহ) ২/২৮২, নং ৭৯৬। [২] রুকু থেকে উঠার দো‘আ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْداً كَثِيراً  طَيِّباً مُبارَكاً … Continue reading

Posted in 06. সালাত, রুকু থেকে উঠার দো‘আ | Tagged | Leave a comment

সিজদার দো‘আ

 [১] সিজদার দো‘আ তিনবার বলবে, سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى আমার রব্বের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি, যিনি সবার উপরে। সুবহা-না রব্বিয়াল আ‘লা হাদীসটি সুনানগ্রন্থকারগণ ও ইমাম আহমাদ সংকলন করেছেন। আবূ দাউদ, হাদীস নং ৮৭০; তিরমিযী, হাদীস নং ২৬২; নাসাঈ, হাদীস নং … Continue reading

Posted in 06. সালাত, সিজদার দো‘আ | Tagged | Leave a comment

দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দো‘আ

[১] দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দো‘আ رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। রব্বিগফির লী, রব্বিগফির লী আবূ দাউদ ১/২৩১, নং ৮৭৪; ইবন মাজাহ্‌ নং ৮৯৭। আরও … Continue reading

Posted in 06. সালাত, দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দো‘আ | Tagged | Leave a comment

সিজদার আয়াত তেলাওয়াতের পর সিজদায় দো‘আ

 [১] সিজদার আয়াত তেলাওয়াতের পর সিজদায় দো‘আ سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ، فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ আমার মুখমণ্ডল সিজদা করেছে সে সত্তার জন্য, যিনি একে সৃষ্টি করেছেন, আর নিজ শক্তি ও ক্ষমতাবলে এর কান ও চোখ … Continue reading

Posted in 06. সালাত, সিজদার আয়াত তেলাওয়াতের পর সিজদায় দো‘আসিজদার আয়াত তেলাওয়াতের পর সিজদায় দো‘ | Tagged | Leave a comment